শনিবার, ২৭ মে ২০১৭
ভ্যাটের হার ১৫ শতাংশই হবে:অর্থমন্ত্রী
Home Page » অর্থ ও বানিজ্য » ভ্যাটের হার ১৫ শতাংশই হবে:অর্থমন্ত্রী
বঙ্গ-নিউজ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার ১৫ শতাংশই থাকছে। এটা থেকে কমানো হবে না। শুরু থেকেই এই হারে আদায় করা হচ্ছিল। তবে অনেককে ভ্যাটের আওতার বাইরে নিয়ে যাওয়া হবে।’
শনিবার বাংলাদেশ সচিবালয়ে সামনের বাজেট ইস্যুতে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ভ্যাট ১৫ শতাংশ থেকে সামান্য কমাতে চেয়েছিলাম। কিন্তু তখন আসলে অনেকের সমস্যা হবে। কাজেই ভ্যাটের হার ১৫ শতাংশই থাকছে।’
বাজেট সম্পর্কে আবুল মাল আব্দুল মুহিত বলেন, সামনের বাজেট প্রায় চার লাখ কোটি টাকার চাইতেও বেশি হবে। মানবসম্পদে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি খাতের বরাদ্দ আগের মতোই থাকবে।’
‘বর্তমান সরকারের সাফল্যগুলোর অন্যতম হলো ৯৫ হাজার কোটি টাকার বাজেট থেকে দেশের মোট বাজেট ৪ লাখ কোটি টাকার বেশিতে নিয়ে যাওয়া’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। পরবর্তি বাজেট ৫ লাখ কোটি টাকার বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:২২:২৩ ৩৬৫ বার পঠিত