শনিবার, ২৭ মে ২০১৭
গুলিবিদ্ধ পুলিশের সদস্যের মৃত্যু
Home Page » প্রথমপাতা » গুলিবিদ্ধ পুলিশের সদস্যের মৃত্যু
বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের পাশে গুলিবিদ্ধ হওয়া পুলিশ সদস্য মারা গেছেন। গত রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা।
নিহত পুলিশ সদস্যের নাম আতিকুর রহমান। তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন।
আতিকুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। গত রাত ১২টার দিকে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হন আতিকুর। গণভবনের উত্তর ফটকে মসজিদের কাছে গুলিবিদ্ধ হন তিনি বলে জানা যায়।
এদিকে, কিভাবে মহাগুরুত্বপূর্ণ ওই স্থানে পুলিশের এই বিশেষ সদস্য গুলিবিদ্ধ হলেন তার নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের অস্ত্রের গুলিতেই আহত হয়েছিলেন আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ২১:২২:১৯ ৪০২ বার পঠিত