শনিবার, ২৭ মে ২০১৭

হাতীবান্ধায় বিদ্যুতের তারে ঝুলে স্কুল ছাত্রের মৃত্যু !

Home Page » বিবিধ » হাতীবান্ধায় বিদ্যুতের তারে ঝুলে স্কুল ছাত্রের মৃত্যু !
শনিবার, ২৭ মে ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের ঝুলে পড়া তারের স্পর্শে আমজাদ হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আমজাদ হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি গুচ্চগ্রাম এলাকার বুলু মিয়ার ছেলে।
আমজাদ হোসেন পাটগ্রাম উপজেলার বাউরা পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন,আজ শুক্রবার সকাল ১১টার দিকে বুড়া সারডুবি গুচ্চগ্রামের পাশে ধান ক্ষেত থেকে গরু আনতে গিয়ে পড়ে থাকে বিদ্যুতের তারে আটকে পড়ে ঘটনাস্থলেই আমজাদের মৃত্যু ঘটে।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে ঐ জায়গায় বিদ্যুতের তার টি একটি ধানের জমিতে পড়ে ছিল। বিদ্যুত অফিস কোন রকম দেখভাল না করে এতদিন ধরে সংযোগটি চালু রেখেছিল। এ কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে,কয়েক দিন আগে বাউরা ও বড়খাতার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দুই এলাকার বিদ্যুতের তার ছিন্নভিন্ন হয়ে বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেখানে সেখানে ছিড়ে পড়া/ঢিলে হয়ে পড়ে থাকা এসব তার ঠিক না করেই আজ সকাল ১১টার দিকে পাটগ্রাম থেকে বিদ্যুতের সংযোগ দেয়া হয়। কয়েকদিন থেকে সংযোগ বিচ্ছিন্ন লাইনে আজ হঠাৎ সংযোগ দিলে এই দুর্ঘটনা ঘটে।
ফকিরপাড়া ইউপির ১নং ওয়ার্ডের সদস্য শাফি বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্র আমজাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসচেতনতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
গুচ্ছগ্রামের অধিবাসী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আইযুব আলী বললেন,অসচেতনতা ও বিদ্যুৎ অফিসের অব্যস্থাপনার কারণে এই মর্মান্তিক মৃত্যুটি আমাদের দেখতে হল।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:০১   ৩৭৪ বার পঠিত