শনিবার, ২৭ মে ২০১৭
বোমা নিষ্ক্রিয়কারী দল সাভারের জঙ্গি আস্তানায়
Home Page » প্রথমপাতা » বোমা নিষ্ক্রিয়কারী দল সাভারের জঙ্গি আস্তানায়বঙ্গ-নিউজঃ সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান এর আগে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছিলেন।
শনিবার বেলা পৌনে ১১টায় বোম ডিসপোজাল দলকে গাড়িতে করে এসে ওই বাড়িতে ঢুকতে দেখা গেছে।
এর কিছুক্ষণ পর ওই বাড়ির আশপাশের সব বাড়ি থেকে সবাইকে সাময়িকভাবে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হয়। তবে কাউকে আতঙ্কিত না হতেও বলা হয়।
এর পরপরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সাভার পৌরসভার গেন্ডা এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পাঁচতলা একটি বাড়ি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তবে ওই বাড়ির সন্দেহভাজন ভাড়াটিয়ারা শুক্রবার সকালেই বাসা ছেড়ে চলে যায়।
কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম শুক্রবার রাতে বলেছিলেন, বাড়িটিতে কিছু বিস্ফোরক পাওয়া গেছে।
সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর ভেতরে তল্লাশি চালানো হবে বলে তিনি তখন জানান।
শনিবার সকালে বাড়িটির আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দেখা যায়। গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় শত গজ দূরে আটকে দেয় তারা।
বাংলাদেশ সময়: ১১:৫৮:৩০ ৩৫৯ বার পঠিত