শনিবার, ২৭ মে ২০১৭
গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণে গুরুতর আহত
Home Page » প্রথমপাতা » গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণে গুরুতর আহতবঙ্গ-নিউজঃ গাড়ির মধ্যে চিঠি বোমা বিস্ফোরণে গুরুতর আহত গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস। বুক, তলপেট এবং পায়ে চোট পেয়েছেন তিনি। হাল্কা চোট পেয়েছেন তার গাড়ির চালক। বিস্ফোরণের সময় গাড়িতে হাজির ছিলেন এক ব্যাঙ্ককর্মী। তিনিও আহত হয়েছেন। মধ্য এথেন্সের ইভাঙ্গেলিসমোস হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে বর্তমানে পাপাদেমোসের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইভাঙ্গেলিসমোস কর্তৃপক্ষ।
গ্রিক সংবাদমাধ্যমসূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ নিজের গাড়িতে চড়ে ফিরছিলেন পাপাদেমোস। গাড়ির পিছনের আসনে বসেছিলেন তিনি। সামনের দুই আসনে ছিলেন চালক ও এক ব্যাঙ্ককর্মী। পিছনের আসনে পাপাদেমোসের জন্য একটি চিঠি রাখা ছিল। খাম খুলতেই বিস্ফোরণ ঘটে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
কে বা কারা বিস্ফোরণটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে এই হামলার তীব্র নিন্দা করেছেন গ্রিসের রাজনৈতিক মহল।
বাংলাদেশ সময়: ৮:২২:২৭ ৩৭৯ বার পঠিত