শুক্রবার, ২৬ মে ২০১৭
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলামবঙ্গ-নিউজঃ সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে বিতর্কিত একটি ভাস্কর্য সরিয়ে ফেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তিন নম্বর গেটে হেফাজতে ইসলাম সংক্ষিপ্ত সমাবেশ করে। এই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর নেতা শায়খুল হাদিস নুর হোসাইন কাসেমী বলেন, ‘সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি অপসারণের জন্য আল্লাহর নিকট শুকরিয়া। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি মূর্তিটি সরিয়ে দেয়ার পক্ষে ছিলেন। দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
এ সময় তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মানুষের দেশ। এই দেশে মূর্তি-সংস্কৃতি চলবে না। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন এই দেশের মুসলমানরা মেনে নিবে না।’
উল্লেখ্য, গ্রীক দেবী বলে খ্যাত থেমিসের মূর্তি স্থাপন করা হয়েছিলো সুপ্রিম কোর্টের সামনে। ন্যায়ের প্রতীক বলে বিখ্যাত এই মূর্তিটিতে বাঙালিয়ানা যোগ করে শাড়ি পরিয়ে তৈরি করেছিলেন ভাস্কর মৃণাল হক। কিন্তু হেফাজতে ইসলাম এই মূর্তি নিয়ে প্রশ্ন তুলে তা অপসারণের দাবি করে। পরে প্রধানমন্ত্রী ‘মূর্তিটি ভালো লাগে না’ বলে মত দেন।
এরপর গতকাল দিবাগত রাতে মূর্তিটি সরিয়ে ফেলা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে, এই মূর্তিটি সরানোর পিছনে সরকারের কোনো হাত নেই। সুপ্রিম কোর্টের নিজস্ব সিদ্ধান্তে এটি সরানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৯:২৪ ৩০১ বার পঠিত