শুক্রবার, ২৬ মে ২০১৭

রোজা শুরু রোববার থেকে

Home Page » প্রথমপাতা » রোজা শুরু রোববার থেকে
শুক্রবার, ২৬ মে ২০১৭



ramadan bigবঙ্গ-নিউজঃ আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছরের রোজা শুরু হচ্ছে পরশু, রোববার থেকে। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।এবারের রোজা যে রোববার থেকে হতে পারে, এমন একটা আন্দাজ করা যাচ্ছিলো আগে থেকেই। কারণ মধ্যপ্রাচ্যে রোজা হচ্ছে শনিবার থেকে। এশিয়ার এই অঞ্চলে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে চাঁদ ওঠে। গতকাল, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যায়নি।

এ দিকে পবিত্র রমজান মাস সামনে রেখে নানা ধরনের ব্যস্ততা বেড়ে গেছে নাগরিক জীবনে। চাকরিজীবীদের জন্য নির্ধারিত হয়েছে নতুন অফিস টাইম। দোকান- পাট, হোটেল- রেস্তোরাঁ খোলা বা বন্ধ রাখা নিয়ে সিটি কর্পোরেশনগুলো জারি করে নতুন ধরনের নিয়ম।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোজার মধ্যে লোড শেডিং হবে না বা কম হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। যদিও এ নিয়ে জনমনে বিভ্রান্তি আছে। অনেকেই মনে করছেন, রোজার মধ্যে বিদ্যুৎ সরবাহের উন্নতির যে ঘোষণা দেয়া হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ সরবারহ নিশ্চিত নাও হতে পারে।

রোজা উপলক্ষ্যে নিত্য পণ্যের বাজারে এরই মধ্যে দাম বাড়তে শুরু করেছে। গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার ঘোষণা এসেছে দিন কয়েক আগে। বেড়ে গেছে আরো বহু পণ্যের দাম।
এবারের রোজায় কষ্টের কারণ হতে পারে আবহাওয়া। গত কয়েক দিনের গরমের পর আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে যদিও, তারপরও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোজার মধ্যেও তীব্র গরম আবহাওয়ার শঙ্কা আছে।

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৩   ২৭৭ বার পঠিত