শুক্রবার, ২৬ মে ২০১৭
খুলনাতে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ২ জনকে হত্যা
Home Page » প্রথমপাতা » খুলনাতে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ২ জনকে হত্যাবঙ্গ-নিউজঃ খুলনায় সরদার আলাউদ্দিন মিঠু (৪৫) ও তার দেহরক্ষী নওশেরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সরদার আলাউদ্দিন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার ফুলতলার দামোদর ইউনিয়নের নতুন হাট এলাকায় আলাউদ্দিনের নিজ কার্যালয়ে তাকে গুলি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তাঁর দেহরক্ষী নওশেরও গুলিবিদ্ধ হয়।
দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন নওশেরের মৃত্যু হয়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মিঠুর বড় ভাই সেলিম সরদার জানান, ডিবি পুলিশের পোশাক পরা পাঁচ-ছয়জন ব্যক্তি রাত পৌনে ১০টার দিকে কোনো রকম জানান না দিয়েই মিঠুর অফিসে প্রবেশ করে। এ সময় তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি ছোঁড়ার পর তারা তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ সময় আলাউদ্দিনের অফিসে থাকা আরও তিনজন গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দীন মোল্লা। তিনি জানান, খুব কাছ থেকে আলাউদ্দিনকে গুলি করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সরদার আলাউদ্দিনের পিতা আবুল কাশেম ১৯৯৭ সালে দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর আলাউদ্দিনের বড় ভাই আবু সাঈদ বাদল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে তাকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৮:১২:২০ ৫০৪ বার পঠিত