শুক্রবার, ২৬ মে ২০১৭
গ্রীক দেবীর ভাস্কর্য সরানোর বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস, আটক ৪
Home Page » প্রথমপাতা » গ্রীক দেবীর ভাস্কর্য সরানোর বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস, আটক ৪বঙ্গ-নিউজঃ সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রীক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন প্রগতিশীল বাম সংগঠনের নেতা-কর্মীরা। এরপর ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। জানা গেছে, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে পুণরায় ভাস্কর্য স্থাপনের দাবিতে মিছিল নিয়ে মাজার গেটের সামনে গেলে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রঙিন পানি ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে আটক করেছে বলে জানা গেছে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, উদীচী, অনলাইন অ্যাকটিভিস্ট, ছাত্র ঐক্য ফোরামসহ বিভিন্ন বাম দলগুলো। স্লোগানে বিক্ষোভকারীরা বলেন, ‘ন্যায়বিচারের ভাস্কর্য অপসারণ করা যাবে না, যাবে না, ‘আপোষ না রাজপথ? রাজপথ, রাজপথ, ‘হেফাজতের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও জ্বালিয়ে দাওসহ অসংখ্য স্লোগান দেন তারা।
গতকাল বৃহস্পতিবার ভাস্কর্য সরানোর কাজটি রাত সাড়ে ১২টায় শুরু হয়ে ভোর চারটায় শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মূর্তিটির ভাস্কর মৃণাল হক। তিনি বলেন, ‘আমি কিছুই বলতে পারছি না। চাপ দিয়ে ভাস্কর্যটি সরাতে বাধ্য করা হয়েছে। দেশের শান্তি রক্ষায় ভাস্কর্যটি সরানো হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১৫:০১:২১ ২৮৫ বার পঠিত