শুক্রবার, ২৬ মে ২০১৭
‘সাথে বন্দুক থাকলে আমি নিজেই গুলি করতাম’-ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
Home Page » প্রথমপাতা » ‘সাথে বন্দুক থাকলে আমি নিজেই গুলি করতাম’-ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।বঙ্গ-নিউজঃ আমার কাছে বন্দুক থাকলে আমি নিজেই শিবির ক্যাডারদের গুলি করতাম। ২৫ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত-শিবিরের নৃশংসতায় রাজনৈতিক সহকর্মী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশর হত্যা মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে ১৯৯২ সালের ৮ মে ঘটা এই ঘটনার পূর্ণ বিবরণ দেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
তিনি বলেন, দিনে দুপুরে খুন করে থানার সামনে দিয়ে শিবির ক্যাডার নাছিরের নেতৃত্বে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উল্লাস করে যাচ্ছিলো তারা। আমার কাছে অবাক লাগে, আমাদের পুলিশ তাদের কোন ধরণের আক্রমণ করেনি। পুলিশ শুধু চেয়ে চেয়ে দেখল। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কাছে বন্দুক থাকলে আমি গুলি করতাম।
অভিযুক্ত শিবির ক্যাডার নাছির উদ্দিনের সামনেই চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরার আদালতে আজ সাক্ষ্য দেন গণপূর্তমন্ত্রী। এ সময় তিনি তাঁর নিজের গাড়ি আক্রান্ত হওয়া এবং চোখের সামনে রাজনৈতিক সহকর্মী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশর হত্যার বিবরণ দেন।
মোশাররফ হোসেনের পর মামলার বাদি ও তার গাড়িচালক মো. ইদ্রিস মিয়াও আদালতে সাক্ষ্য দেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবী এই দুজনকে জেরাও করেন।
বাংলাদেশ সময়: ০:২১:৪৭ ৪১৮ বার পঠিত