বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে:প্রতিমন্ত্রী
Home Page » জাতীয় » শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে:প্রতিমন্ত্রীবঙ্গ-নিউজঃ আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও সারা দেশের সঞ্চালন লাইন স্বাভাবিক হতে ৩-৪ বছর সময় লাগবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এছাড়া বিদ্যুতের অপচয় রোধ করতে রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর আগে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আসন্ন রমজানেও বিদ্যুতের সংকট থাকবে।
তিনি জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ট্রান্সমিশনে এখনও ঘাটতি আছে। বিদ্যুতের ক্ষেত্রে ভাল অবস্থায় যেতে আরও তিন-চার বছর লেগে যাবে।
এই দীর্ঘ সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, চীন সরকারের কাছ থেকে আমাদের যে অর্থ পাওয়ার কথা সেগুলো প্রক্রিয়াধীন আছে। ওই অর্থ পেলে আমরা একটা ‘ভালো’ জায়গায় যেতে পারবো। আর এটা হতে তিন-চার বছর লেগে যাবে।
বাংলাদেশ সময়: ২০:১০:১২ ৩১৯ বার পঠিত