বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭

ঘরমুখো মানুষের জন্য অতিরিক্ত ৯০০ বাস নামাবে বিআরটিসি

Home Page » জাতীয় » ঘরমুখো মানুষের জন্য অতিরিক্ত ৯০০ বাস নামাবে বিআরটিসি
বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭



Image result for ঈদে ৯০০ বাস নামাবে বিআরটিসিবঙ্গ-নিউজঃ আসন্ন রোজার ঈদে রাজপথে ৯০০ বাস নামাবে বিআরটিসি। ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসির শ্রমিক- কর্মচারীদের বকেয়া বেতন পরিশোদের চেক প্রদানের আক আয়োজনে এ কথা বলেন তিনি। ওবায়দুল বলেন, ‘এই ৯০০ বাস স্পেশাল। এর মধ্যে ৬৪৪টি বাস চলবে জেলা- উপজেলা পর্যায়ে। ৫০টি বাস স্টান্ডবাই রাখা হবে।’

মন্ত্রী জানান, অন্তত ৩০০ বাস মেরামত করে দূরপাল্লার যাত্রীদের যাতায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে। ঈদের সময় বাসগুলো রাজপথে থাকবে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী বিআরটিসির কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেন। মন্ত্রী বলেন, ‘বিআরটিসি বহু বছর ধরে নানা অভিযোগ নিয়ে এগোচ্ছে। এর কর্মকর্তাদের ঠিক মতো দায়িত্ব পালন করার নজির খুব কম।’

ওবায়দুল কাদের জানান, ঈদে কোনো পরিবহন সংস্থা যাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে না পারে, এ জন্য বিআরটিসির কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, প্রতি বছরই এ ধরনের উদ্যোগ নেয়া হয়। তারপরও যাত্রী হয়রানির খবর আসে দেশের নানা প্রান্ত থেকে। ফলে এবার বিআরটিসি সত্যিই নাগরিকদের ঈদযাত্রা সহজ করতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বাংলাদেশ সময়: ১৮:১২:২১   ৩৩২ বার পঠিত