বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
‘কাজ দেও, ভাতা দেও, নইলি ভিক্ষে করতি দেও’
Home Page » সারাদেশ » ‘কাজ দেও, ভাতা দেও, নইলি ভিক্ষে করতি দেও’বঙ্গ-নিউজঃ যশোরে ভিক্ষা করার অনুমতি চেয়ে মানববন্ধন করেছে ভিক্ষুকরা। যশোর কালেক্টরেট চত্বরে ‘কাজ দেও, ভাতা দেও, নইলি ভিক্ষে করতি দেও’ দাবিতে অনুষ্ঠিত মানবন্ধনে যশোরের প্রায় অর্ধশত ভিক্ষুক অংশ নেন।বুধবার দুপুরে ভিক্ষুকদের ব্যতিক্রমি এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ভিক্ষুকরা দাবি করেন, তাদেরকে ভিক্ষা করতে কোন প্রকার বাধা দেয়া যাবে না। আর যদি ভিক্ষা বন্ধ করতে হয় তাহলে প্রতিমাসে অন্তত ১০ হাজার টাকার ভাতা দিতে হবে।
ভিক্ষুকরা অভিযোগ করেন, ‘প্রশাসন সংশ্লিষ্টরা যশোরকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছে। কিন্তু যারা ভিক্ষা করে জীবীকা নির্বাহ করে তাদের কোন ধরনের সাহায্য-সহযোগিতা দেয়া হচ্ছে না। এদিকে প্রশাসন আবার ভিক্ষাও করতেও দিচ্ছে না। তাহলে আমরা কীভাবে চলবো।’
যশোর আরবপুর এলাকার ভিক্ষুক শুকুর আলী বলেন, ‘এক পা নেই আমার, কাজকর্ম করতে পারি না। আমি কোনো সাহায্য পাইনি। ভিক্ষাও করতে দিচ্ছে না। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে।’
দুই পা হারানো আরেক প্রতিবন্ধী ভিক্ষুক বলেন, ‘মানুষে কচ্চে সরকার তুমাগের টাকা দিচ্চে, তাইলি পরি ভিক্ষে করতিছি ক্যানে? কিন্তু হামাগের কিছু দেচ্চে না সরকার। আমরা চইলবো কেমতে?’ ভিক্ষুকরা কাজ, ভাতা অথবা ভিক্ষা করার অনুমতি চেয়ে এই মানববন্ধনের আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:১২ ৩৭০ বার পঠিত