বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭

মূসক হার কমানো বেশ কষ্টকর-অর্থমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » মূসক হার কমানো বেশ কষ্টকর-অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭



abul mal abdul muhitবঙ্গ-নিউজঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মূল্য সংযোজন কর অর্থাৎ মূসক বা ভ্যাটের হার কমানো বেশ কষ্টকর।’ সামনের বাজেট ঘোষণাকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মহলে ভ্যাটের হার কমানোর বিষয়টি আলোচিত হয়ে আসছে।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সফররত প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে এক বৈঠকের পর ভ্যাট বিষয়ে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী। ভ্যাট হার বিষয়ে তিনি বলেন, ‘একাধিক হার কমাতে পারবো না।’

ভ্যাট হার আইনের এক হিসাবে দেখা গেছে, ভ্যাট যদি ১৫ শতাংশ থেকে ১ শতাংশ কমানো হয় তাহলে ৮ হাজার কোটি টাকা। অন্যদিকে ৩ শতাংশ কমালে ২৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় কম হবে। গণমাধ্যমকর্মীরা বিষয়টি তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘১ শতাংশ কমানো সম্ভব। এতে তেমন কিছুই করতে হবে না। যদি বেশি কমানো হয় তাহলে নতুনভাবে সফটওয়্যার তৈরি করতে হবে। যাতে প্রায় মাস দুয়েক সময় লাগবে।’ এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ভ্যাট হার কমানোটা বেশ কষ্টকর হবে।’

আইনে টার্নওভার করের সীমা ৩০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা আছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এটি পুনর্বিন্যাস হয়ে সর্বোচ্চ সীমা হবে ১ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘সীমা কতো হবে সেটা জানি না। আর যদি ৮০ লাখ টাকার বেশি হয় তাহলে অনেকেই ভ্যাট আওতার বাইরে যাবেন।’

বাংলাদেশ সময়: ১৩:১০:৩৬   ৩৪৪ বার পঠিত