বুধবার, ২৪ মে ২০১৭
পলিটেকনিকের ২৫ ছাত্র আটক:অকুস্থল বরিশাল
Home Page » প্রথমপাতা » পলিটেকনিকের ২৫ ছাত্র আটক:অকুস্থল বরিশাল
বঙ্গ-নিউজ:অপহরণ ও পুলিশের উপর হামলার অভিযোগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ২৫ ছাত্রকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতদের মধ্যে শুধু আসাদুজ্জামান ফাহিম ছাত্রলীগকর্মী বলে জানিয়েছে পুলিশ। বাকিদের নাম পরিচয় জানানো হয়নি।
বিকালে বরিশাল কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, পরীক্ষায় অংশ নিতে বুধবার সকাল ৭টায় ঢাকা থেকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় পৌঁছায় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র দেব কুমার পাল।
“তাকে নথুল্লাবাদ এলাকা থেকে অপরহণ করে প্রধান ছাত্রবাসের ৫০১ নম্বর কক্ষে আটকে রাখে ছাত্রলীগকর্মী ফাহিম।”
আসাদুজ্জামান বলেন, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে দেব কুমারের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ ৫০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং ফাহিমকে আটক করে।ওই কক্ষ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার হয় বলে জানান তিনি।
আসাদুজ্জামান আরও বলেন, ফাহিমকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের উপর হামলা চালায় কতিপয় ছাত্র। হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে ছাত্রবাসে অভিযান চালিয়ে আরও ২৪ জনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসি আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ২০:০১:১৮ ৪২০ বার পঠিত