বুধবার, ২৪ মে ২০১৭
জয়ে চোখ বাংলাদেশের,সামনে পুরো শক্তির নিউজিল্যান্ড
Home Page » ক্রিকেট » জয়ে চোখ বাংলাদেশের,সামনে পুরো শক্তির নিউজিল্যান্ডবঙ্গ-নিউজঃ আইপিএল শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ড স্কোয়াডে ফিরে পেয়েছে তাদের নিয়মিত পারফর্মারদের। ফলে আজ আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডই অপেক্ষা করছে। তারপরও বাংলাদেশ অধিনায়ক বলে রেখেছেন, এই ম্যাচ জয় ছাড়া কিছু ভাবছেন না তিনি।একদিক থেকে চিন্তা করলে আজকের ম্যাচটি প্রায় গুরুত্বহীন একটি ম্যাচ। এই ম্যাচের ফলাফলের উপর সিরিজের জয়ী বদলাবে না। তারপরও দুই দলই চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা স্মরণীয় জয় পেতে।
বাংলাদশের জন্য আজকের ম্যাচটি অবশ্য অন্য দিক বিবেচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিততে পারলে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবেন মাশরাফিরা। সেটা হলে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার পথটা আরো একটু প্রশস্ত হবে বাংলাদেশের সামনে।
এ ছাড়া, দেশের বাইরের কোনো ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ। যদিও খেলা হয়ে গেছে ১৬টি ম্যাচ। আজ যদি বাংলাদেশ জিতে, তবে পরিসংখ্যানের এই অধ্যায়েও কিছু প্রাপ্তিযোগ ঘটবে মাশরাফিদের।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে নিউজিল্যান্ড ১৯০ রানের বিশাল ব্যাবধানে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়েছে। ওই ম্যাচ দিয়ে আইপিএল শেষে ফিরেছেন ম্যাট হেনরি, কোরি অ্যান্ডারসন ও অ্যাডাম মিলনে। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা।
এ ছাড়া টম ল্যাথাম, রস টেইলর, লুক রঙ্কি ও কলিন মুনরোরাও দারুণ ফর্মে আছেন। চলতি সিরিজেই তাদেরকে দেখা গেছে দুর্দান্ত রূপে। তারা আজও নিশ্চয় চাইবেন বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠতে।
নিউজিল্যান্ড যতোই পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুক, বাংলাদেশ কিন্তু ছাড় দিতে নারাজ। গত ডিসেম্বর থেকে কিউইদের বিপক্ষে খেলা চারটি ওয়ানডেতেই হেরে গেছে বাংলাদেশ। ফলে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোটা এই মুহূর্তে মাশরাফিদের জন্য বিশেষভাবে দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। সুতরাং আজকের জয় মানসিকভাবে এগিয়ে রাখতে পারে দুই দলকেই।
আজকে বাংলাদেশের একটু দুশ্চিন্তার জায়গা হতে পারে সাব্বির, মুশফিক, সাকিবের ব্যাটিং। ওপেনিংয়ে তামিম- সৌম্য তাদের কাজটা ঠিকঠাক করলেও পরের দিকের তিন ব্যাটসম্যান এখনো তাদের সেরাটা খেলতে পারেননি। এরপরের থাকা মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকও স্লগ ওভারে তাদের কাজে সফল নন।
তবে বোলিংটা যথাযথই আছে। শুধু মোস্তাফিজের উপর আর ভরসা করতে হচ্ছে না। দলে আছে রুবেল হোসেন। স্পিনাররাও ভালো করছেন। প্রয়োজনের সময় ব্রেক থ্রো এনে দিচ্ছেন মাশরাফিও।
আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। এই ম্যাচ খেলে বাংলাদেশ উড়ে যাবে ইংল্যান্ডে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান- ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর জুনের এক তারিখে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি।
বাংলাদেশ সময়: ১২:১৩:৪২ ১৯৬৭ বার পঠিত