বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩

গড় মূল্যস্ফীতি কমে ৬.৫%

Home Page » অর্থ ও বানিজ্য » গড় মূল্যস্ফীতি কমে ৬.৫%
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩



groser-shop.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় জুন ২০১২ থেকে মে ২০১৩ পর্যন্ত সময়ে গড় মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ।২০১১-১২ অর্থবছরের একই সমেয় এই হার ৯ দশমিক ১৫ শতাংশ ছিল।

গড় মূল্যস্ফীতি কমেছে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবেও।

২০১১-১২ অর্থবছরের প্রথম ১১ মাসে যেখানে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ, সেখানে চলতি অর্থবছরে তা কমে ৭ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।

বিকালে সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে মূল্যস্ফীতি বেধে রাখার নতুন লক্ষ্য স্থির করবেন তিনি।

বিদায়ী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের (১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) মধ্যে রাখার আশার কথা বলেছিলেন মুহিত। ১১ মাসের গড় হিসাব করলে মূল্যস্ফীতি হয়েছে মন্ত্রীর লক্ষ্যের তুলনায় সামান্য বেশি, যদিও চলতি জুন মাসের হিসাব এখনো বাকি।

গোলাম মোস্তফা কামাল জানান, খাদ্য পণ্যের দাম কমায় এপ্রিলের তুলনায় মে মাসে সার্বিক মূল্যস্ফীতিও সামান্য কমেছে।

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা হিসাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৮ শতাংশ। এপ্রিলে এই হার ৮ দশমিক ৩৭ শতাংশ ছিল।

১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবেও মূল্যস্ফীতি কমেছে । মে মাসে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক বলেন, “খাদ্যপণ্যের মূল্য, বিশেষ করে চালের দাম কমার কারণেই মূল্যস্ফীত কমেছে। শাকসব্জিসহ অন্যান্য পণ্যের দামও কিছুটা কমেছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন হিসাবে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। এপ্রিলে এ হার ৮ দশমিক ৬৮ শতাংশ ছিল।

আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে মে মাসে ৭ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। এপ্রিলে এ হার ছিল এপ্রিলে ৭ দশমিক ৯১ শতাংশ।

পুরনো হিসাবে খাদ্য খাতে মূল্যস্ফীতি এপ্রিলের ৮ দশমিক ৫৭ শতাংশ থেকে কমে মে মাসে হয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত খাতে ৬ দশমিক ৮১ শতাংশ থেকে সামান্য বেড়ে ৬ দশমিক ৯৩ শতাংশ হয়েছে।

গত ১৮ জুলাই পরিসংখ্যান ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়। এরপর থেকে ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি আগের মতো ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির হিসাবও নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:২৮   ৪৭৫ বার পঠিত