মঙ্গলবার, ২৩ মে ২০১৭
রাষ্ট্রপতির জন্য বিশেষ প্রদর্শনী হলো আয়নাবাজির
Home Page » জাতীয় » রাষ্ট্রপতির জন্য বিশেষ প্রদর্শনী হলো আয়নাবাজির
বঙ্গ-নিউজ: বঙ্গভবনে বিশেষ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুরো পরিবার নিয়ে ‘আয়নাবাজি’ ছবিটি উপভোগ করেছেন।
সোমবার দুপুরে ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অমিতাভ রেজা বলেন, সপ্তাহ দুয়েক আগে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি এবং তার পরিবার ‘আয়নাবাজি’ ছবিটি দেখতে চেয়েছেন বলে তাদের জানানো হয়। এরপর তারিখ চূড়ান্ত করার মাধ্যমে গতকাল এটি বঙ্গভবনে প্রদর্শিত হয়।
বঙ্গভবনে জাজ মাল্টিমিডিয়ার সার্ভারের মাধ্যমে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানান অমিতাভ রেজা। তিনি বলেন, ছবিটি দেখে রাষ্ট্রপতি এবং তার পরিবার ভূয়সী প্রশংসা করেছেন।
ছবিটি প্রদর্শনের সময় এটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টম ক্রিয়েশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা আদিল, ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, ছবির নায়ক চঞ্চল চৌধুরী, নায়িকা নাবিলা ও গাজী টিভির এমডি আমান আশরাফ ফায়েজ আর ‘আয়নাবাজি’ দলের কয়েকজন সদস্য বঙ্গভবনে উপস্থিত ছিলেন।
বঙ্গভবনে এটিই কোনো চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী বলে জানান অমিতাভ রেজা। প্রদর্শনী শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার পরিবার।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৫ ৩৬৩ বার পঠিত