মঙ্গলবার, ২৩ মে ২০১৭
আওয়ামী লীগের ইসলামিক ফোরাম গঠনের চিন্তা
Home Page » জাতীয় » আওয়ামী লীগের ইসলামিক ফোরাম গঠনের চিন্তাবঙ্গ-নিউজঃ ভিন্ন একটি ইসলামিক ফোরাম গঠনের বিষয়ে চিন্তা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কথা হয় এ বিষয় নিয়ে।
জানা গেছে, আওয়ামী লীগের কয়েকজন উচ্চ পর্যায়ের নেতা ইসলামিক ফোরাম গঠনের পক্ষে মতামত দেন। তবে অনেকে পোষণ করেন দ্বিমতও।
উল্লেখিত সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় তিনি বলেন যে, আওয়ামী লীগ এরই মধ্যে আইনজীবীদের নিয়ে একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইসলামিক একটি ফোরাম গঠনেরও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন যে, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে এমন আলেম- ওলামাদের নিয়ে প্রস্তাবিত ফোরামটি গঠন করা যেতে পারে।
কিন্তু তার মতের পক্ষে অবস্থান নিয়েছেন মাহবুব উল আলম হানিফসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তারা বলছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সংগঠন। সে হিসেবে এই সংগঠনের ইসলামিক ফোরাম থাকা উচিত কিনা, সে বিষয়ে আরো ভেবে দেখতে হবে।
উল্লেখ্য, ওলামা লীগ নামে আওয়ামী লীগের ইসলামি ঘরানার একটি উপসংগঠন ছিলো। যা এরই মধ্যে বিলুপ্ত ঘোষণা করেছেন শেখ হাসিনা। এরপরই মূলত ইসলামি আরেকটি ভিন্ন ফোরাম গঠনের চিন্তা শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বাংলাদেশ সময়: ১০:৫৭:৩৪ ৪০৬ বার পঠিত