আওয়ামী লীগের ইসলামিক ফোরাম গঠনের চিন্তা

Home Page » জাতীয় » আওয়ামী লীগের ইসলামিক ফোরাম গঠনের চিন্তা
মঙ্গলবার, ২৩ মে ২০১৭



awami league logoবঙ্গ-নিউজঃ ভিন্ন একটি ইসলামিক ফোরাম গঠনের বিষয়ে চিন্তা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কথা হয় এ বিষয় নিয়ে।

জানা গেছে, আওয়ামী লীগের কয়েকজন উচ্চ পর্যায়ের নেতা ইসলামিক ফোরাম গঠনের পক্ষে মতামত দেন। তবে অনেকে পোষণ করেন দ্বিমতও।

উল্লেখিত সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় তিনি বলেন যে, আওয়ামী লীগ এরই মধ্যে আইনজীবীদের নিয়ে একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইসলামিক একটি ফোরাম গঠনেরও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন যে, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে এমন আলেম- ওলামাদের নিয়ে প্রস্তাবিত ফোরামটি গঠন করা যেতে পারে।

কিন্তু তার মতের পক্ষে অবস্থান নিয়েছেন মাহবুব উল আলম হানিফসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তারা বলছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সংগঠন। সে হিসেবে এই সংগঠনের ইসলামিক ফোরাম থাকা উচিত কিনা, সে বিষয়ে আরো ভেবে দেখতে হবে।

উল্লেখ্য, ওলামা লীগ নামে আওয়ামী লীগের ইসলামি ঘরানার একটি উপসংগঠন ছিলো। যা এরই মধ্যে বিলুপ্ত ঘোষণা করেছেন শেখ হাসিনা। এরপরই মূলত ইসলামি আরেকটি ভিন্ন ফোরাম গঠনের চিন্তা শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৩৪   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ