মঙ্গলবার, ২৩ মে ২০১৭
ইভিএম নিয়ে আপত্তি জানালো বিএনপি
Home Page » জাতীয় » ইভিএম নিয়ে আপত্তি জানালো বিএনপিবঙ্গ-নিউজঃ ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। সোমবার আপত্তির বিষয়টি সিইসিকে চিঠি দিয়ে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল।
জানা গেছে, বিএনপি সিইসিকে যে চিঠি দিয়েছে, তাতে বিএনপির হয়ে স্বাক্ষর করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চিঠিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ইভিএমের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রতি অসন্তুষ্টি আছে। কারণ এর মাধ্যমে ভোট নিলে ডিজিটাল কারচুপির শঙ্কা থাকে।
বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের আপত্তির কথা জানিয়েছি। সিইসি আমাদের বলেছেন যে, এটি একটি নতুন বিষয়। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু কেউ যদি আপত্তি করে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিবো।’
এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের জন্য সিইসির কাছে আবেদন করে। এরপর থেকেই বিএনপি নানা সময়ে ইভিএমের প্রতি তাদের আপত্তির কথা জানিয়ে এসেছে।
বাংলাদেশ সময়: ৯:৫৮:৩২ ৩৫৫ বার পঠিত