সোমবার, ২২ মে ২০১৭
“সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় TEER.COM এর মাধ্যমে নিঃশ্ব হচ্ছে সাধারন মানুষ্”
Home Page » ফিচার » “সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় TEER.COM এর মাধ্যমে নিঃশ্ব হচ্ছে সাধারন মানুষ্”আল আমিন আহমেদ।সুনামগঞ্জ প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার অন্তগর্ত বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের সাধারন মানুষ অন লাইনে TEER.COM ওয়েব সাইটের মাধ্যমে জোয়া খেলে নিঃশ্ব হচ্ছে।এবং স্হানীয় কিছু প্রভাশালী ব্যক্তির মাধ্যমে খেলাটি পরিচালিত হচ্ছে।এই ওয়েব সাইটি মুলত ভারতের মেঘালয় রাজ্যের। বিগত ছয় মাস যাবৎ এই এলাকায় খেলাটি পরিচালিত হয়ে আসছে।শত শত মানুষ নিঃশ্ব হয়ে পরিবার নিয়ে কাজের খোঁজে ঢাকার দিকে পাড়ি জমাচ্ছে।কিন্তু এখন প্রর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই খেলাটি বন্ধের জন্য কোন প্রকার আইনি ব্যাবস্হা গ্রহন করা হয়নি। তথ্য প্রযুক্তি আইন ২০০৯ অনুযায়ী অনৈতিকভাবে প্রযুক্তি ব্যাবহার করার কারনে এটি সাইবার ক্রাইমের অর্ন্তভুক্ত।
এই খেলাটি বন্ধের জন্য বংশীকুন্ডা উত্তর এবং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের সকল শ্রেনি পেশার মানুষ ও সুশীল সমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৭ ১২৬০ বার পঠিত