সোমবার, ২২ মে ২০১৭

গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

Home Page » এক্সক্লুসিভ » গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
সোমবার, ২২ মে ২০১৭



Related imageবঙ্গ-নিউজঃ একদিকে প্রচণ্ড গরম, অন্য দিকে যখন তখন লোডশেডিং। এই দুই মিলে নাকাল জনজীবন। রাজধানী ঢাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নাগরিকরা। ঢাকার বাইরের অবস্থা আরো শোচনীয়। ঢাকায় লোডশেডিংয়ের পরিমাণ তেমন না হলেও ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় লোডশেডিংয়ের মাত্রা অসহনীয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপদাহ থাকবে আরো কয়েকদিন। রাতে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা আছে, তা হয়তো খুব একটা বাড়বে না। কিন্তু দিনের তাপমাত্রা আরো বাড়বে বলেই আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

এই গরমের মধ্যে ‘মরার উপর ঘাড়ার ঘা’ হয়ে এসেছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। ঢাকায় লোডশেডিংয়ের পরিমাণ খুব বেশি না হলেও ঢাকার বাইরের পরিস্থিতি অত্যন্ত নাজুক।

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার একজন পাঠক জানিয়ছেন, সেখানকার বেক্সিমকো এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে গড়ে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। দিনে বা রাতে একই অবস্থা বিরাজ করছে সেখানে। একই রকম পরিস্থিতি দেশের আরো বিভিন্ন এলাকায়।

এ দিকে সরকারি ঘোষণা রয়েছে যে, রমজানে বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক রাখা হবে। কিন্তু সেটা আসলেই কতোটা সম্ভব, তা নিয়ে এরই মধ্যে জনমনে সংশয় দেখা দিয়েছে। সব মিলিয়ে, প্রচণ্ড গরম এবং লোডশেডিংয়ে আপাতত বিপর্যস্ত জনজীবন।

বাংলাদেশ সময়: ২১:২০:৫২   ৪১১ বার পঠিত