সোমবার, ২২ মে ২০১৭
শুল্ক গোয়েন্দা: গ্রাহকদের তালিকা দিচ্ছে না আপন জুয়েলার্স
Home Page » প্রথমপাতা » শুল্ক গোয়েন্দা: গ্রাহকদের তালিকা দিচ্ছে না আপন জুয়েলার্স
বঙ্গ-নিউজ:আটক সোনা প্রকৃত মালিকদের ফেরত দিতে আপন জুয়েলার্সের কাছে গ্রাহকদের তালিকা চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এই কারণে গ্রাহকদের সোনার গহনা ফেরত আপাতত দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
তিনি সোমবার বলেন, “আপন জুয়েলার্সের পক্ষ থেকে প্রকৃত গ্রাহকদের তালিকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। আগামী ২৫ মে মালিকপক্ষকে সোনার দোকানে উপস্থিত হয়ে কাগজপত্র বুঝে দিতে পুনরায় সময় দেওয়া হয়েছে।”
ওই কাগজপত্র অনুযায়ী তালিকা তৈরির পর প্রকৃত গ্রাহকদের তাদের গহনা বুঝিয়ে দেওয়ার সময় নির্ধারণ করা হবে বলে জানান মইনুল খান।
এই বিষয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলার পর তাদের প্রতিষ্ঠানে অবৈধ সোনা লেনদেনের অভিযোগ ওঠে।
তার পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা রাজধানীতে আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি সোনা ও হীরার গহনা আটক করে। তবে ওই সোনা তালিকা করে দোকানগুলোতেই রাখা হয়েছে।
এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার ও তার ভাইদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দারা। তখন তারা বলেছিলেন, যথাযথ কাগজপত্র এবং প্রকৃত গ্রাহকদের তালিকা উপস্থাপন করে তারা ওই স্বর্ণ ফেরত নেবেন এবং ২২ মে তা গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হবে।
কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী গত ১৮ মে আপন জুয়েলার্সের কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৪ ৪৯৬ বার পঠিত