শুল্ক গোয়েন্দা: গ্রাহকদের তালিকা দিচ্ছে না আপন জুয়েলার্স

Home Page » প্রথমপাতা » শুল্ক গোয়েন্দা: গ্রাহকদের তালিকা দিচ্ছে না আপন জুয়েলার্স
সোমবার, ২২ মে ২০১৭



 বঙ্গ-নিউজ:আটক সোনা প্রকৃত মালিকদের ফেরত দিতে আপন জুয়েলার্সের কাছে গ্রাহকদের তালিকা চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এই কারণে গ্রাহকদের সোনার গহনা ফেরত আপাতত দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।

 

 

ওই কাগজপত্র অনুযায়ী তালিকা তৈরির পর প্রকৃত গ্রাহকদের তাদের গহনা বুঝিয়ে দেওয়ার সময় নির্ধারণ করা হবে বলে জানান মইনুল খান।

এই বিষয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলার পর তাদের প্রতিষ্ঠানে অবৈধ সোনা লেনদেনের অভিযোগ ওঠে।

আপন জুয়েলার্সে অভিযানে শুল্ক গোয়েন্দারা

তার পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা রাজধানীতে আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি সোনা ও হীরার গহনা আটক করে। তবে ওই সোনা তালিকা করে দোকানগুলোতেই রাখা হয়েছে।

এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার ও তার ভাইদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দারা। তখন তারা বলেছিলেন, যথাযথ কাগজপত্র এবং প্রকৃত গ্রাহকদের তালিকা উপস্থাপন করে তারা ওই স্বর্ণ ফেরত নেবেন এবং ২২ মে তা গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হবে।

কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী গত ১৮ মে আপন জুয়েলার্সের কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৪   ৫০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ