সোমবার, ২২ মে ২০১৭

মোস্তাফিজ এখন ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে

Home Page » ক্রিকেট » মোস্তাফিজ এখন ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে
সোমবার, ২২ মে ২০১৭



বঙ্গ-নিউজ: আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচ বাকি এখনো। এর মধ্যেই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে গেছেন মোস্তাফিজুর রহমান। আসরে তিন ম্যাচের দুই ইনিংসে বোলিং করে ছয় উইকেট তুলে নিয়েছেন। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বোলিংয়ে মোস্তাফিজের অবস্থান ১৮ নম্বরে।

mustafiz spent 60 or more first time against sri lanka

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিতে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট নেন মোস্তাফিজ। যা তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কারও। ইনজুরি থেকে ফেরার পর ওয়ানডেতে এটাই মোস্তাফিজের সেরা বোলিং পারফর্ম্যান্স।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সৌম্য সরকারেরও। সাত ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটম্যান হিসেবে তার অবস্থান এখন ২৭ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচে ৮৭ রানে অপরাজিত ছিলেন সৌম্য।

ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশের জন্য ছয় নম্বরে উঠে যাওয়ার সুযোগ নিয়ে এসেছিলো। কিন্তু সেই সুযোগটা আর নেই। তবে আট নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ এখনও আছে।

শেষ ম্যাচে মাশরাফিরা যদি নিউজিল্যান্ডকে হারাতে পারেন, তবে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ৯৩। এই পয়েন্টই এ বছরের সেপ্টেম্বরের র‍্যাঙ্কিং হালাগানাদে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। যে হালনাগাদে নিশ্চিত হবে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলা।

বাংলাদেশ সময়: ১৯:১০:১৫   ৩৯৭ বার পঠিত