সোমবার, ২২ মে ২০১৭

নায়করাজ ইস্যুতে ‘মিঞা ভাই বললেন: এসব মূর্খদের কাজ

Home Page » প্রথমপাতা » নায়করাজ ইস্যুতে ‘মিঞা ভাই বললেন: এসব মূর্খদের কাজ
সোমবার, ২২ মে ২০১৭



 বঙ্গ-নিউজ: ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। বেশিরভাগ সিনেমাই দর্শক প্রিয়তা পেতে ব্যর্থ হচ্ছে। সম্প্রতি এফডিসিতে শাকিব খানের উপর হামলা, মামলা, পরিচালক সমিতির নোটিশ ইস্যু। সর্বশেষ নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। প্রতিবাদ করায় হাতাহাতি হয় নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে। এই অস্থিরতা আর এসব কাজকর্মকে মূর্খদের কাজ বলে অবহিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের মিঞা ভাই খ্যাত নায়ক ফারুক।

faruk actor

ধারাবাহিক এসব ঘটনায় মর্মাহত চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘বিগত কয়েক মাসে যা ঘটছে এসব ঘটা উচিৎ নয়। কাউকে নিয়ে না জেনে মন্তব্য করা উচিত নয়। আমরা যারা আছি, কদিন আর বাঁচবো। আমরা শিল্পীরা যদি মুর্খের মতো এসব কাজ করি তাহলে অন্যরা কি বলবে।’

ফারুক বলেন, ‘যাদের নিয়ে এসব নেতিবাচক মন্তব্য করা হচ্ছে তারাই বিএফডিসি গড়েছেন। মন্তব্য অনেকভাবে করা যায়। আমরা সিনেমার মানুষ, আমরা যদি কোন মন্তব্য করি তাহলে সেটা করবো হাসতে হাসতে। অশিক্ষিত মূর্খদের মতো আচরণ আমাদের শোভা পায় না।’

রাজ্জাক ইস্যুকে ইঙ্গিত করে ফারুক বলেন, ‘আমি শুনেছি সিনিয়র একজনকে নিয়ে কথা হয়েছে। আসলে একটা বিষয় স্পষ্ট বিএফডিসিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের রক্ত। আমাদের নিয়ে দয়া করে কেউ কাদা ছিটাছিটি করবেন না।’

তিনি বলেন, ‘যারা যারা ঘটনার সঙ্গে জড়িত দুজনই আমার ছোট ভাই। আমি দুজনকে ডেকে বলতে পারি নিজেদের ভুলটা শুধরে নাও। ঘটনাগুলো যেন আর না ঘটে। যে ঘটনা ঘটছে এসব নিয়ে সবাই বসলেইতো সমাধান হয়ে যায়। কাদা ছোড়াছুড়ির কোন দরকার নেই।’

বাংলাদেশ সময়: ৮:১২:৫৭   ৪৩১ বার পঠিত