সোমবার, ২২ মে ২০১৭
আরো কয়েকদিন অসহনীয় গরম থাকতে পারে
Home Page » জাতীয় » আরো কয়েকদিন অসহনীয় গরম থাকতে পারেবঙ্গ-নিউজঃ গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে অসহনী তাপদাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো কয়েকদিন এই রকম গরম থাকতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় হতে পারে ঝড়- তুফান।
রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সিলেট বিভাগ ও ময়মনসিংহের কিছু জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গা আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ দিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। সেখানে তাপমাত্রা উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দুই তিন দিনে এই তাপমাত্রা আরো বাড়তে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা আরো জানিয়েছে, বর্তমানে বয়ে চলা তাপদাহ মৌসুমের চতুর্থ। সামনে এ রকম বা এর চেয়ে তীব্র তাপদাহ বয়ে যেতে পারে দেশের উপর দিয়ে
বাংলাদেশ সময়: ২:০০:৪২ ৫৫৬ বার পঠিত