সোমবার, ২২ মে ২০১৭

বিস্ময়ে বিস্ময় -নাসরিন খান পাঠান

Home Page » সাহিত্য » বিস্ময়ে বিস্ময় -নাসরিন খান পাঠান
সোমবার, ২২ মে ২০১৭



Image may contain: 1 person, close-up and indoorপৃথিবীর পা নেই
তবু সে ঘুরে,
হৃদয়ের অস্তিত্ব নেই
তবু সে ওড়ে।

আলোর দেহ নেই
ছড়ায় তবু বেঁকে,
চেতনার চোখ নেই
তবু সব দেখে।

কল্পনার ডানা নেই
তবু ছুটে সবদেশে,
স্বপ্নের সীমানা নেই
আঁধারে তবু মেশে।

জীবনের হাত নেই
তবু থাকে ঝুলে,
স্মৃতিদের মুখ নেই
তবু হাসে প্রাণখুলে।

দেয়ালের কান নেই
তবু সব শোনে,
সময়ের সময়জ্ঞান নেই
ঠিকঠাক তবু গুনে।

বৃক্ষরাজির বিদ্যা নেই
সবুজ শেখায় তবু,
নদ-নদীর তো দ্বন্দ্ব নেই
বহুশাখায় ছুটে কভু।

আকাশের আকৃতি নেই
দেখায় তবু গোল,
প্রকৃতির পতি নেই
ফোটায় তবু ফুল।

বাংলাদেশ সময়: ১:৩৯:৫২   ৩৮৯ বার পঠিত