রবিবার, ২১ মে ২০১৭
নিউজিলেন্ড কে হারাতে চাই মাশরাফি বাহিনি
Home Page » ক্রিকেট » নিউজিলেন্ড কে হারাতে চাই মাশরাফি বাহিনিবঙ্গ-নিউজঃ ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন নিউজিল্যান্ড। চলতি সিরিজেই তাদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন মাশরাফিরা। কিন্তু সেই ম্যাচে প্রত্যাশা মতো পারফর্ম হয়নি। হারতে হয়েছে ম্যাচটি। কিন্তু ফিরতি ম্যাচে আর ভুল করতে চান না মাশরাফিরা। বাংলাদেশের অধিনায়ক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ জয়ের জন্যই নামবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট ও বল; দুই বিভাগেই বাংলাদেশ খেলেছে নিজেদের পরিকল্পনা মতো। টস জিতে আইরিশদের ব্যাটিংয়ের পাঠানোর পরই, তাদের স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই আঘাত হেনেছেন মোস্তাফিজ। শূন্য রানে এক ওপেনারকে হারিয়েছে আইরিশরা।
শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি টেস্ট স্টাটাসের অপেক্ষায় থাকা দলটি। ম্যাচ শেষে মোস্তাফিজের ওই আক্রমণের প্রশংসা করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘মোস্তাফিজ শুরুর দিকে উইকেট নিয়ে ওদেরকে ব্যাকফুটে ঠেলে দেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা আমরা করতে পারেনি।’
আইরিশদের বিপক্ষে নয় ওভারে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট নেন মোস্তাফিজ। যা তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কারও। ম্যাচ শেষে মোস্তাফিজের এমন বোলিংয়ের কথা উল্লেখ করে মাশরাফি বলেন, ‘ও দলে আসার পর থেকেই দারুণ পারফর্ম করছে। তবে এখনো ওর সামনে অনেক পথ পরে আছে। আশা করি ও ওর এই পারফর্ম ধরে রাখবে।’
মোস্তাফিজের এই রকম বোলিং স্বস্তি হয়ে এসেছে বাংলাদেশ দলের জন্য। কারণ ইনজুরি থেকে ফেরার পর মোস্তাফিজকে ঠিক আগের মতো আর দেখা যায়নি। আইপিএলেও এ কারণে সুযোগ মিলেনি তার। মাত্র একটা ম্যাচ খেলে বসে থাকতে হয়েছে সাইডবেঞ্চে।
মোস্তাফিজের দারুণ বোলিংয়ের পর ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে আট উইকেটের জয় এনে দেন সৌম্য- তামিমরা। বিশেষ করে সৌম্য সরকার, তিনি ৬৮ বলে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই ইনিংসে দেখা গেছে সৌম্যর অনিন্দ্য সুন্দর সব শট।
এমন পারফর্মের পর মাশরাফি দৃঢ়ভাবে জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন তিনি। ২৪ মে, বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৮:৪০:১৪ ৪২৬ বার পঠিত