রবিবার, ২১ মে ২০১৭

জঙ্গি সন্দেহে ঘেরাও বাড়ি হতে পাঁচ তরুণের আত্মসমর্পণ

Home Page » জাতীয় » জঙ্গি সন্দেহে ঘেরাও বাড়ি হতে পাঁচ তরুণের আত্মসমর্পণ
রবিবার, ২১ মে ২০১৭



বঙ্গ-নিউজ: নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবন থেকে আত্মসমর্পণ করেছেন পাঁচ তরুণ। তারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করেছেন। তারা দাবি করছেন, জঙ্গিবাদ বা কোনো ধরনের অপতৎপরতার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।operation of rab at norsingdi

শনিবার সন্ধ্যার পর নরসিংদীর গাবতলীর গোরস্তানের পাশের একটি একতলা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে র‍‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, বাড়িটিতে চার থেকে পাঁচজন আছেন। তারা আতিয়া মহল থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ হতে পারে বলে দাবি করে র‍্যাব।

এ দিকে পুলিশ কর্তৃক বাড়িটি ঘিরে রাখার এক পর্যায়ে ভিতরে অবস্থান করা আবু জাফর নামের এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের নিরাপরাধ আওয়ামী লীগ কর্মী দাবি করেন এবং বাঁচানোর আকুতি জানান।

তিনি একটি ফেসবুক স্টাটাসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নিরাপরাধ আওয়ামী লীগ কর্মী। আমাদের বাঁচান। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ আমাদের উদ্ধার করুন।’

এ দিকে রোববার সকাল নয়টার দিকে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, বাড়িটির ভিতরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তারা আত্মসমর্পণে রাজি আছেন।

সকাল ১১টার দিকে বাড়িটি থেকে পাঁচজন তরুণ আত্মসমর্পণ করেন। র‍্যাব সদস্যদের দেখা যায়, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদের কাছে জানতে চাওয়া হয়েছিলো ভবনটির ভিতরে কোনো বিস্ফোরক পাওয়া গেছে কিনা। উত্তরে তিনি জানান, র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনে গিয়ে এ ব্যাপারে পরবর্তী তথ্য জানাবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৪১   ৪৩৮ বার পঠিত