রবিবার, ২১ মে ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি বিএনপির

Home Page » জাতীয় » স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি বিএনপির
রবিবার, ২১ মে ২০১৭



বঙ্গ-নিউজঃ খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের আকস্মিক তল্লাশিকে অবৈধ বলে মন্তব্য করেছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ এক আয়োজনে বিএনপির পক্ষ থেকে এই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের পদত্যাগ দাবি করা হয়েছে।

mirza fakhrul islam on mike

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের চেয়ারপার্সনের কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এই তল্লাশির দায় স্বরাষ্টমন্ত্রীর। পুলিশ যা করেছে, তা বেআইনি ছিলো। এর জবাব দিতে হবে স্বরাষ্টমন্ত্রীকে।’

শনিবার সকালে হঠাৎ করেই গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু তল্লাশিতে কোনো ধরনের বেআইনি কিছুর সন্ধান পায়নি তারা।

এ দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে, এই তল্লাশির মূল কারণ ছিলো গোয়েন্দাদের প্রতিবেদন। গোয়েন্দাদের দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন ওবায়দুল।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৩৯   ৪৫৪ বার পঠিত