রবিবার, ২১ মে ২০১৭
আর নেই জাগপা সভাপতি শফিউল আলম প্রধান
Home Page » জাতীয় » আর নেই জাগপা সভাপতি শফিউল আলম প্রধানবঙ্গ-নিউজঃ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই (ইন্নালিল্লাহ…)। আজ রোববার সকালে তিনি ইন্তেকাল করেছেন। খবরটি নিশ্চিত করেছেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।তিনি বলেন, ‘রোবাবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আসাদগেটের বাসায় মারা যান শফিউল আলম প্রধান।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
খন্দকার লুৎফর রহমান জানান, গত দুইদিন ধরে জ্বরে ভুগছিলেন শফিউল আলম প্রধান। এ ছাড়া অনেকদিন ধরে বিভিন্ন শারীরীক জটিলতায় ভুগছিলেন তিনি। একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন শফিউল আলম।
এ দিকে, শফিউল আলম প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাগপার এই নেতার রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রলীগের হয়ে কাজ করেছেন। একটা সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। কিন্তু ১৯৭৪ সালে ছাত্রলীগের রাজনীতি থেকে ছিটকে পড়েন তিনি। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ছয়জন ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
সেই সময় কারা ভোগও করতে হয় তাকে। পরে জিয়াউর রহমানের সময় মুক্তি পান। তারপর জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গঠন করেন এই বর্ষিয়ান রাজনীতিক।
বাংলাদেশ সময়: ১৪:০১:৪৯ ৪৩০ বার পঠিত