রবিবার, ২১ মে ২০১৭
ট্রেনের চাকায় হাওয়া দেওয়ার মত লোক আসিফ না
Home Page » বিনোদন » ট্রেনের চাকায় হাওয়া দেওয়ার মত লোক আসিফ নাবঙ্গ-নিউজঃ আসিফ আকবরঃ-নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসনে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন শ্রদ্ধেয় বড় ভাই আকম বাহাউদ্দিন বাহার । তিনি এখনো সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে কুমিল্লা সদরের অভিভাবকত্ব করছেন । সেই নির্বাচনে রাজনৈতিক কোমায় থাকা এক অখ্যাত পরগাছা প্রার্থীর পক্ষে ধানের শীষ নিয়ে বাহার ভাইয়ের নৌকার বিরুদ্ধে টানটান লড়াই করেছিলাম । বাহার ভাই এমপি নির্বাচত হয়েই আমাকে বলেছেন- তোমার সাথে আমার রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে কুমিল্লার কৃতি সন্তান হিসেবে তোমাকে নিয়ে আমিও গর্ব করি, অভিভাবক হিসেবে তোমার প্রতি খেয়াল রাখা আমার দায়িত্ব । এটাই রাজনৈতিক সংস্কৃতি, আমি মুগ্ধ হয়েছি, তিনি এখন পর্যন্ত তার দেয়া কথার বরখেলাপ করেননি ।
আমি গান গাই, মঞ্চ আমার প্রান, সরাসরি মানুষের সামনে গাইতে না পারলে নিজের যোগ্যতা প্রমানের সূযোগ থাকেনা । রাজনৈতিক কারনে গত আট বছর সারাদেশে এবং বিদেশে নির্দিষ্ট কিছু সংরক্ষিত ভেন্যু ছাড়া ওপেন এয়ার শো করতে পারিনি । সংবিধান কি বলে জানি না,তবে নিয়তি মেনে নিয়েছি । ক্ষতি আমার হয়নি, আমার মন খারাপ হয় মাঝে মাঝে, আসল ক্ষতিগ্রস্থ হয়েছেন বাংলা গানের শ্রোতারা, আমার ভক্তরা । সারাদেশে প্রতিরোধে পড়লেও কুমিল্লায় কোন সমস্যায় পড়তে হয়নি আমার । জিপি- ৫ প্রাপ্ত বাচ্চাদের প্রোগ্রাম, ভিক্টোরিয়ান্সের বিজয় কনসার্টে এ আমি বাধাপ্রাপ্ত হইনি বরং এমপি সাহেব আর আমি একসাথেই অতিথি হিসেবে ছিলাম ।
১৮ই মে আমার শো ছিলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে । আয়োজকদের সমস্ত সংশয় কাটিয়ে শ্রদ্ধেয় বাহার ভাই (এমপি) এর নির্দেশে ছাত্রলীগের ভলান্টারীতে সুষ্ঠ ভাবে প্রোগ্রামটি হয়েছে। আমার জন্মস্থানে এই অনুষ্ঠানটি করতে না পারলে আমি কষ্ট পেতাম, সিদ্ধান্ত নিয়েছিলাম ঝামেলা হলে জীবনে আর কুমিল্লায় গান গাইবোনা । আমি এখন অনেক খুশী, আমাকে অপমানিত হতে হয়নি নিজের আত্মবিশ্বাসের কাছে, পথিকৃৎ কুমিল্লার জয় হয়েছে। কৃতজ্ঞতার প্রশংসাকে যারা চামচামি মনে করে তারা মূর্খ । সুলতান সুলেমান মূর্খদের সাথে চলতে নিষেধ করেছেন । সুলেমানের সাথে আগে পরিচয় থাকলে হয়তো ঐ কোমায় আক্রান্ত অখ্যাত বেঈমানটার পক্ষে কাজ করতাম না। ট্রেনের চাকায় হাওয়া দেয়ার মত লোক আমি আসিফ না । ভিক্টোরিয়া কলেজকে ধন্যবাদ, ছাত্র ছাত্রীদের ধন্যবাদ, বাহার ভাই আপনাকেও ধন্যাবাদ । ভালবাসা অবিরাম ………………
ছবি - হুমায়ুন কবির জীবন ( দৈনিক কুমিল্লার কাগজ)
বাংলাদেশ সময়: ১৩:৫২:৫০ ৬৫৯ বার পঠিত