শনিবার, ২০ মে ২০১৭
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে হাসান রুহানি
Home Page » বিশ্ব » ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে হাসান রুহানি
বঙ্গ-নিউজঃ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।
শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের প্রাথমিক ফলাফল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে শুরু করেছে বলে শনিবার জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে।
সর্বশেষ ঘোষিত ফলাফলে রুহানি এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৮৪৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি এক লাখ ২৫ হাজার ৮৫৫ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, রুহানি পেয়েছেন ৫৬ দশমিক ৩ শতাংশ ভোট এবং রায়িসি পেয়েছেন ৩৮ দশমিক ৯৯ শতাংশ ভোট।
এতে রুহানি নিশ্চিত জয় পেয়ে দ্বিতীয় বারের মতো ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৫২:৩৫ ৫৮৮ বার পঠিত