শনিবার, ৯ মার্চ ২০১৩

এইতো আমাদের বেঁচে থাকা!!!

Home Page » ফিচার » এইতো আমাদের বেঁচে থাকা!!!
শনিবার, ৯ মার্চ ২০১৩



aaa.jpg সেলিম বঙ্গ-নিউজ ডটকমঃএইতো আমাদের বেঁচে থাকা! সময় সাতটা দশ মিনিট। ঢাকা- বাটা সিগনালের মোড়। হঠাৎ একটা জটলার দিকে নজর পড়ল। এগিয়ে যাবার পর দেখি একটা ছোট্র মেয়ে কান্না করছে বুকে জড়িয়ে কয়েকটা দৈনিক পত্রিকা। অনেকে অনেক প্রশ্ন করছে সে কোনো উত্তর করতে পারছে না সঠিক ভাবে। হিক্কা তুলে কান্না করছে হাপুশ নয়নে। অনেকেই সাগ্রহে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে। পাশে যেয়ে বসলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে যা বললো- ‘সারাদিন পত্রিকা বিক্রি করে ৪০০/= জমাইছি, কাইলকা পত্রিকা কিনতে অইবো, ঐসুম এক্টা লুক আইসা টাকা কয়টা কাইড়া নিয়া দৌড় দেয়।

 আমি পত্রিকা কিনমু ক্যামনে কাইলকা?’ আশেপাশে জড়ো হওয়া লোকজনকে বললাম আপনারা যে যা পাড়েন হেল্প করুন। সবাই করলো। ঠিক সতের মিনিটেই ৪২০ টাকা হয়ে গেলো। তাকে ভাজ করে সব দেয়া হলো। সে খুশি হলো। আগামীকাল সে আবার পত্রিকা কিনতে পারবে। চারটে ডাল ভাত জুটবে। এইতো আমাদের বেঁচে থাকা!

বাংলাদেশ সময়: ১৮:১৮:১৬   ৪৯৯ বার পঠিত