শুক্রবার, ১৯ মে ২০১৭
আগামী দুই দিনে বাড়বে তাপমাত্রা,কমবে বৃষ্টিপাত
Home Page » প্রথমপাতা » আগামী দুই দিনে বাড়বে তাপমাত্রা,কমবে বৃষ্টিপাত
বঙ্গ-নিউজ: আগামী ৪৮ ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামি পাঁচ দিনের আবহাওয়ায় কিছু পরিবর্তন আসবে।
আজ শুক্রবার আবহাওয়া অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
এদিকে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ এখনও অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই লঘুচাপের ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাতের তাপমাত্রার চেয়ে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ১৮:৫১:২৮ ৩৭০ বার পঠিত