শুক্রবার, ১৯ মে ২০১৭
ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার, পরে কারাগারে
Home Page » প্রথমপাতা » ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার, পরে কারাগারে
বঙ্গ-নিউজ: বাড়ি ভাঙচুরের মামলায় পাবনার ঈশ্বরদীর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সাথে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালকুদার এই তথ্য নিশ্চিত করে জানান, সবাইকে গ্রেফতার করে পাবনা জেলা আদালতে পাঠানো হয়েছে। এরপর আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঈশ্বরদী পৌর যুবলীগের স্থগিত কমিটির সভাপতি হচ্ছেন ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী শহরে দুটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই কে বা কারা যুবলীগের সাবেক নেতা আরিফুল হাসান বিশ্বাস এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এই দুই ঘটনায় জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস শিরহান শরীফ তমাল ও ঈশ্বরদী পৌর যুবলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রাজীব সরকারকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন। ওই রাতেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩২ ৩৩২ বার পঠিত