বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭

শিশুর খাবার আনতে গিয়ে ধর্ষিত হলেন ‘মা’, অতঃপর খুন

Home Page » প্রথমপাতা » শিশুর খাবার আনতে গিয়ে ধর্ষিত হলেন ‘মা’, অতঃপর খুন
বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭



 Related image

লুৎফর রহমান, বঙ্গ-নিউজঃ এ কেমন বর্বরতা, আর কত মৃত্যু গুণতে হবে? এ কোন দেশে আমি বসবাস করছি, যেখানে একজন মা তার সাত মাসের সন্তানের জন্য খাবার আনতে গিয়ে ধর্ষিত হয়ে লাশ হয়। বঙ্গবন্ধু কি এই বাংলার জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন?? কেন আমার মাকে আমার বোনকে এখনও রাস্তায় বের হলেই ধর্ষিত হতে হবে? কেন প্রতিদিন পত্রিকার পাতা খুললেই পাঁচ/দশটা ধর্ষনের খবর চোখে পরবে। আমার এই প্রশ্নের উত্তর কার কাছে পাবো…. সিলেটের ঘটনাটা খুব মর্মাহত করেছে আমাকে… আমি ধিক্কার জানাই এইসব নরপশুদের প্রতি… পাঁচ দশ মিনিটের লজ্জাস্কর আনন্দের জন্য কিভাবে একজন মানুষকে হত্যা করে ফেলে, এর কোন ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিনা।

সিলেটের বালাগঞ্জে সাত মাসের দুই যমজ শিশুর খাবার আনতে গেলে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে এক নারীকে। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

গতকাল বুধবার উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারের পাশের এক পুকুর পাড় থেকে সাফিয়া বেগম (২৭) নামের ওই নারীর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাত মাস বয়সী দুই যমজ শিশুর খাবার নিতে স্থানীয় জনকল্যাণ বাজারে যান সাফিয়া। বাজার থেকে ফেরার পথে তাকে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে দুবৃত্তরা।

সাফিয়া দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের থাছিম উল্লার মেয়ে। তার স্বামীর বাড়ি কলুমা গ্রামে, স্বামীর নাম পংকি মিয়া।

এ বিষয়ে বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীরা তাকে গণধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে।’

এদিকে, ঘটনা বিষয়ে নিহতর বাবা থাছিম উল্লাহ বলেছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় সাত মাসের দুই শিশুর খাবার নিতে বাজারে যায় সাফিয়া। রাতে বাড়ি না ফেরাতে এলাকায় অনেক খোঁজ করেও সন্ধান মেলেনি তার। পরের দিন সকালে সাফিয়ার লাশ পড়ে থাকার খবর দেয় এলাকাবাসীরা।’

বাংলাদেশ সময়: ১৪:৪১:০১   ৪৫২ বার পঠিত