বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
এফডিসি ছাড়ার চিন্তা করছে নায়করাজের পরিবার!
Home Page » প্রথমপাতা » এফডিসি ছাড়ার চিন্তা করছে নায়করাজের পরিবার!বঙ্গ-নিউজঃ বিএফডিসি থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে নায়করাজ রাজ রাজ্জাকের পরিবার। এমন আভাস দিয়েছেন নায়করাজের ছোট ছেলে সম্রাট। তিনি জানিয়েছেন, এফডিসি সংশ্লিষ্ট পরিচালক সমিতি সম্প্রতি নায়করাজের বড় ছেলে বাপ্পারাজকে একটি নোটিশ পাঠিয়েছে। যা নিয়ে নায়করাজের পরিবার বিব্রত। এই পরিস্থিতিতে বিএফডিসির সঙ্গে সব ধরনের সম্পর্ক বাদ দেয়ার চিন্তা করছেন তারা।
জানা গেছে, সম্প্রতি বাপ্পারাজ একটি জাতীয় দৈনিক এবং কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমকে বিএফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের বক্তব্যকে নিজেদের জন্য হেয়ে প্রতিপন্নের কারণ বলে মনে করছে পরিচালক সমিতি।
এরপর তারা নায়করাজের বাড়িতে একটি নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, সাক্ষাৎকারে এমন কিছু বক্তব্য আছে, যা সমিতির জন্য অপমানজনক। এ বিষয়ে বাপ্পারাজ দুঃখ প্রকাশ করেননি বা এ নিয়ে কোনো বিবৃতিও দেননি। তাই পরিচালক সমিতি মনে করছে, বাপ্পারাজ যা বলেছেন তা ইচ্ছাকৃতই ছিলো। এই বিষয়ে সমিতি বাপ্পারাজকে ব্যাখ্যা দিতে বলেছে এবং জানতে চেয়েছে তার সদস্যপদ কেনো বাতিল করা হবে না। সাত দিনের মধ্যে বাপ্পারাজকে উত্তর দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সম্রাট বলেন, ‘প্রযোজক সমিতিতে আমার সদস্যপদ রয়েছে। এ ছাড়া শিল্পী সমিতিতেও নাম আছে আমার। আমি চিন্তা করছি, এই সব সমিতি থেকে নাম গুটিয়ে নিবো। এ সবে আগের মতো আগ্রহ নেই।’
সম্রাট জানান, কদিন আগে এফডিসির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তারা। এ সময় গেটে তাকে ও বাপ্পারাজকে আটক দেয় পুলিশ। এ নিয়ে হতাশা ব্যক্ত করেন সম্রাট। তিনি বলেন, ‘বাপ্পারাজ ও সম্রাটকে চিনে না পুলিশ! রাজ্জাক সাহেবের ছেলেরা যদি এফডিসিতে স্বাভাবিকভাবে যেতে না পারে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে রাজ পরিবারের থাকার কোনো দরকার নেই।’
এফডিসিতে আরো নানা কারণেই চলছে অস্থিরতা। কদিন আগে পরিচালকদের নিয়ে মন্তব্য করে ফেঁসে যান শাকিব খান। তাকে নিষিদ্ধ করা হয়। পরে ক্ষমা চেয়ে পার পান তিনি। এরপর এফডিসির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। যার ফলাফল এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৭:৩৩ ৪৩৭ বার পঠিত