বুধবার, ১৭ মে ২০১৭
শুদ্ধ সংগীত শিল্পী হওয়ার প্রত্যাশা মিনার্ভা সূতার
Home Page » ফিচার » শুদ্ধ সংগীত শিল্পী হওয়ার প্রত্যাশা মিনার্ভা সূতারশুদ্ধজয় বঙ্গ-নিউজঃ সংস্কৃতিমনা পরিবারে ছোট বেলা থেকে বেড়ে ওঠেছেন মিনার্ভা সূতার । বাবা ও মা পেশায় শিক্ষক । তিন বোন । আট বছর বয়স থেকে বরিশাল বেতার শিল্পী ওস্তাদ কিশোর বড়াল এর কাছ থেকে দীঘর্দিন রবীন্দ্র ও ক্লাসিকাল সংগীত এর উপরে প্রশিক্ষণ নিতে নিতে বড় হয়েছেন। পরবর্তিতে ছায়ানটে রবীন্দ্রসংগীত কোর্স সম্পন্ন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহে দু’বার বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র ও দেশাত্মবোধ গানে জাতীয় ভাবে প্রথম স্থান অর্জন করেন। বিটিভির এক খন্ডকালীন হারমনিয়াম অনুষ্টান ” খালি কন্ঠে ” নির্বাচিত হন। মায়ের স্বপ্ন পূরন ও নিজের সাধনা বাস্তবায়নের লক্ষে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিবসে মিনার্ভার প্রথম একক এ্যালবাম ” মাতাল সমীরনে ” কান্ট্রী মিউজিক থেকে রিলিজ হয় যার সংগীতায়োজনে রয়েছেন দেশের প্রখ্যাত সংগীত পরিচালক অজয় মিত্র।
এই এ্যালবামে ছয় ধরনের ছয়টি মন মুগ্ধকর গান রয়েছে যা ইউটিউবে পাওয়া যাবে এবং সাথে রয়েছে প্রত্যকটি গানের ওয়েল কাম টিউন। বর্তমানে সংগীত গুরু শদ্ধেয় অজয় মিত্র স্যার এর সান্নিেধ্য সংগীতে বিশেষ তালিম নিচ্ছেন তিনি।
নদার্ন ইউনির্সিটিতে বিবিএ,এমবিএ করে বতর্মানে আইন বিষয়ে পড়াশুনা করছেন।
গানের প্রতি ভালোবাসা ও গভীর টান উপলব্ধি করেই গানের সাথে পথ চলা। তাই একজন ভাল মানুষ হওয়ার সাথে সাথে একজন শুদ্ধ সংগীত শিল্পী হওয়ার প্রত্যাশা এই উদিয়মান শিল্পীর।
জ্ঞান, প্রজ্ঞা, যু্ক্তি, সাহিত্য, কারুশিল্প এবং বিজ্ঞান, প্রতিক্ষা এবং সমর কৌশলের দেবী হলেন ‘ মিনার্ভা ‘ রোমান পুরাণে জ্ঞান ও চারুশিল্পের দেবী হিসেবে মিনার্ভা পূজিত হতেন, গ্রিক পুরাণের দেবী অ্যাথিনার সমতূল্য দেবী মিনার্ভা । দেবী মিনার্ভার গুণকে তিনি মনে প্রাণে লালন করে নিজের নামকে যথাযোগ্য সম্মানে নিয়ে যেতে চান। সঙ্গীত শিল্পে শুদ্ধতার বিকাশে নিজেকে উৎসর্গকারী মিনার্ভা সূতার বাঙালী মননে তাঁর প্রতিভার স্বাক্ষর রাখবেন এই আশা করা যায়।
বাংলাদেশ সময়: ২১:৫৭:৪৯ ৫৪৪ বার পঠিত