বুধবার, ১৭ মে ২০১৭
মগবাজার- মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশে শুরু হল যান চলাচল
Home Page » জাতীয় » মগবাজার- মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশে শুরু হল যান চলাচলবঙ্গ-নিউজঃ মগবাজার- মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশের উদ্বোধন করা হলো আজ। সকাল ১০টায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এটি উদ্বোধন করেন।
গত বছর মার্চ মাসে এই সেতুর সাতরাস্তা অংশের উদ্বোধন করা হয়। তখন সোনারগাঁও অংশও উদ্বোধন করার কথা ছিলো। কিন্তু তখন নকশায় পরিবর্তন আনার প্রয়োজন পড়ে। ফলে আরো এক বছর সময় লাগলো সোনারগাঁও অংশের লুপটি খুলে দিতে।
প্রথম নকশায় কাওরান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার পথে, রেলক্রসিংয়ের পূর্ব পাশে ফ্লাইওভারটির শুরুর জায়গা ছিলো। এই নকশা বাস্তবায়ন করলে রেলক্রসিংয়ের কারণে যানজট লাগার শঙ্কা থেকেই যেতো। পরে ক্রসিংয়ের পশ্চিম পাশ থেকে এই অংশ শুরুর উদ্যোগ নেয়া হয়। এর ফলে ২০০ মিটার থেকে এই অংশের দৈর্ঘ্য বেড়ে হয় ৪৫০ মিটার।
আগের তুলনায় এই অংশের ব্যয়ভার বেড়ে যায় ৫০ কোটি টাকা। সেই সঙ্গে বেড়ে যায় প্রকল্প বাস্তবায়নের কারণে জনদুর্ভোগও।
জানা গেছে, আপাতত মগবাজার- মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশে এক পাশ সচল থাকবে। অন্য পাশ সচল করে দিতে আরো সময়ের দরকার বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২:০১:০০ ৪৬৭ বার পঠিত