বুধবার, ১৭ মে ২০১৭
আজ মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও অংশ চালু হচ্ছে
Home Page » প্রথমপাতা » আজ মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও অংশ চালু হচ্ছেবঙ্গ-নিউজঃ রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেলের সামনের অংশ উদ্বোধন হচ্ছে বুধবার।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সকাল ১০টায় ফ্লাইওভার থেকে নামার এ র্যাম্পটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মগবাজার মৌচাক-ফ্লাইওভার প্রকল্পের পরিচালক সুশান্ত কুমার পাল।
তিনি বলেন, “মাননীয় মন্ত্রী কাল ১০টায় এ অংশের উদ্বোধন করবেন বলে আমাদের জানিয়েছেন।”
মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের প্রাথমিক নকশায় ওই র্যাম্পটি এফডিসি রেলক্রসিংয়ে নামার কথা ছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি রেললাইনের উপর দিয়ে সোনারগাঁও হোটেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
প্রকল্প পরিচালক জানান, ফ্লাইওভারের এ অংশের দৈর্ঘ্য ৪৫০ মিটার। এতে দুটি লেইন। মগবাজারের দিক থেকে আসা যানবাহন এ র্যাম্প হয়ে কারওয়ান বাজারে নামতে পারবে।
২০১৬ সালের ১৯ জানুয়ারি এ সংশোধিত প্রকল্প প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। বর্ধিত এ অংশের জন্য ৪৫ কোটি টাকা ব্যয় বাড়ে বলে জানান সুশান্ত কুমার পাল।
সব মিলিয়ে এ প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ১৩৫ কোটি টাকা।
“আমাদের সংশোধিত ডিপিপি ব্যয় অনুমোদন আছে ১ হাজার ১৪২ কোটি টাকা। লেনের দৈর্ঘ্য বাড়ায় ডিপিপি সংশোধন করতে হয়েছে। এ কারণে প্রকল্পের ব্যয়ও বেড়েছে,” বলেন তিনি।
২০১১ সালে একনেকে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের উদ্বোধন করেন।
প্রথম ধাপে প্রকল্পের খরচ ছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। দ্বিতীয় ধাপে এ খরচ নির্ধারণ করা হয় ৭৭২ কোটি ৭৭ লাখ টাকা।
২০১৬ সালের ৩০ মার্চ এ ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন।
ওই বছরের ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
ফ্লাইওভারটির নির্মাণ কাজ তিন ভাগে ভাগ করা হচ্ছে- একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে রয়েছে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত, শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০:৪৪:৪১ ৪২৪ বার পঠিত