মঙ্গলবার, ১৬ মে ২০১৭

বাল্যবিবাহের খবর দিলেই ৫০ টাকা রিচার্জ

Home Page » মুক্তমত » বাল্যবিবাহের খবর দিলেই ৫০ টাকা রিচার্জ
মঙ্গলবার, ১৬ মে ২০১৭



child marriageবঙ্গ-নিউজঃ বাল্যবিবাহ ঠেকানোর লক্ষ্যে অভিনব এক উদ্যোগ নিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। বাল্যবিয়ের খবর দিলেই মুঠোফোনে ৫০ টাকার রিচার্জ পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

পুলিশদের সাপ্তাহিক সমাবেশে মনির হোসেন জানান, এই উপজেলায় মোট ৫১ জন গ্রামপুলিশ সদস্য রয়েছেন। তাদেরকে কাজে লাগিয়েই বাল্যবিবাহ রোধে পদক্ষেপ নিয়েছি আমরা।

তিনি জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় সময়েই বাল্যবিবাহ হয়ে থাকে। প্রশাসনের পক্ষ থেকে সব সময় নজরদারি করা সম্ভব হয় না। এজন্য আমরা গ্রামপুলিশদের কাজে লাগানোর কথা ভেবেছি।

উপজেলার ছয়টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে একজন করে গ্রাম পুলিশ রয়েছেন। তাদেরকে বলা হয়েছে, বাল্যবিয়ের খবর দিলেই মুঠোফোনে ৫০ টাকার রিচার্জ দেয়া হবে। এছাড়া প্রথম মাসে যে ভালো করবে, পরের মাসে সেই সদস্যের মুঠোফোনে আরও ৫০ টাকা বৃদ্ধি করে ১০০ টাকার রিচার্জ দেয়া হবে।

এ সময় উপস্থিত গ্রামপুলিশ সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালনসহ প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৩   ৪৪৩ বার পঠিত