মঙ্গলবার, ১৬ মে ২০১৭

চীনের কাছ থেকে ছয়টি জাহাজ কিনছে বাংলাদেশ

Home Page » অর্থ ও বানিজ্য » চীনের কাছ থেকে ছয়টি জাহাজ কিনছে বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ মে ২০১৭



ship building in chainaবঙ্গ-নিউজঃ চীনের কাছ থেকে নতুন ছয়টি জাহাজ ক্রয় করছে বাংলাদেশ। ইতোমধ্যেই এ ব্যাপারে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

চীনে জাহাজগুলোর প্লেট কাটিং (কিল লেয়িং) অনুষ্ঠানে যোগ দেবেন বলে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তার সঙ্গে রয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুস খান এবং বিএসসি’র নির্বাহী পরিচালক (কারিগরি) মোহাম্মদ সায়েদ উল্লাহ।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জন্য কেনা এই জাহাজগুলো ২০১৮ সালের মধ্যে বিএসসির বহরে যুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বর্তমানে জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। এদের প্রত্যেকটিরই ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)।

এই ছয়টি জাহাজ ক্রয়ে ব্যয় হবে ১ হাজার ৮৪৩ কোটি টাকা। এর মধ্যে চীন সরকারের কাছ থেকে ঋণ বাবদ পাওয়া যাবে ১ হাজার ৪৪৮ কোটি টাকা। বাকি ৩৯৫ কোটি টাকা বিএসসি’র নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।

বাংলাদেশ সময়: ২২:০৪:৫২   ৪৩৩ বার পঠিত