মঙ্গলবার, ১৬ মে ২০১৭

রোজার আগেই উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

Home Page » বিবিধ » রোজার আগেই উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে
মঙ্গলবার, ১৬ মে ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :উত্তরাঞ্চলে বর্তমানে চাহিদামতো বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হচ্ছে না। আরও কিছুদিন এ অচলাবস্থা বিরাজ করবে। তবে রোজা শুরুর আগেই ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার বাংলাদেশ তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্য বিররণীতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১ মে টর্নেডোতে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারটি ভেঙে যাওয়ায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্র রি-রোলিং চলায় উত্তরাঞ্চলে চাহিদামতো বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হচ্ছে না বলে বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।
একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ আশা করছে, রোজার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৯:২৪   ৩৭৭ বার পঠিত