সোমবার, ১৫ মে ২০১৭
“গান নিয়ে আসিফ আকবরের নতুন বৈজ্ঞানিক পাগলামি”
Home Page » ফিচার » “গান নিয়ে আসিফ আকবরের নতুন বৈজ্ঞানিক পাগলামি”দেশের গানের ব্যাপারে আমার একটাই থিওরী। মরা গান হওয়া চলবেনা, আর হলে ম্যাসেজ থাকতে হবে। যেমন পঞ্চকবির এক কবির ‘ ধনধান্যে পুষ্পে ভরা’ গানের এক লাইন “ সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ” । কেনো আমার জন্মভূমি রানী হবে ??? রাজা কেন হবে না !! সবাই মানুক, আমি মানি না । বাংলাদেশ রাজা, আমি তার বাহাদুর শাহজাদা । আমি জানি যারা শত বছর একই সাহিত্যের চর্চা অব্যহত রেখেছেন তারা রেগে যাবেন। ছেলেরা এই গানে যখন সকল দেশের রানী বলে দেশকে স্বীকার করে নেয় তখন গা–জ্বালা করে।
এতোদিন শ্রোতাপ্রিয় গান গেয়েছি, আরো হয়তো হবে অন্য প্রোডাকশন হাউস থেকে, তবে এখন আমার পছন্দেই আমার নিজের প্রতিষ্ঠান আর্বের কাজ হচ্ছে । যেখানে দেশের গান সহ বিভিন্ন বিষয়ে গান হবে,প্রেমের গানও হবে । যারা পুরনো গানগুলো ভালবাসেন, তারা সেগুলোই শুনুন আর গানগুলোকে বাঁচিয়ে রাখুন । আমি করছি আমার কাজ, মারা গেলে যেনো এমন কোনো ক্ষেত্র বাকী না থাকে, যে বিষয়ে আমার গান থাকবেনা। ভিউয়ের জন্য গান নয়,নিজের ভয়েস টাকে একটু কাজে লাগানোর জন্য এ পরিকল্পনা আমার এক ধরনের নতুন বৈজ্ঞানিক পাগলামী ……ভালবাসা অবিরাম ।
বাংলাদেশ সময়: ২২:৩৮:২১ ৪৫২ বার পঠিত