“গান নিয়ে আসিফ আকবরের নতুন বৈজ্ঞানিক পাগলামি”

Home Page » ফিচার » “গান নিয়ে আসিফ আকবরের নতুন বৈজ্ঞানিক পাগলামি”
সোমবার, ১৫ মে ২০১৭



স্টাফ রিপোর্টারঃ বঙ্গ-নিউজঃ আসিফ আকবরঃআমার প্রথম ইনিংসের পুরনো গানের ভক্তই বেশী । এখনো ফ্যান পেইজে কমেন্ট আসে – আসিফ ভাই আপনার পুরনো গান গুলো বেশী ভাল লাগে । fb_img_1494865930074.jpgক্যারিয়ারের শুরুতেই বলেছি আমি শ্রোতাপ্রিয় শিল্পী,  তাই শ্রোতাপ্রিয় গান তৈরীতেই ব্যস্ত থাকতেন গানের কারিগরেরা । তখন কোন সুরকার গীতিকার কত বেশী হিট গান দিতে পারবেন সেটাই ছিলো প্রতিযোগিতা । প্রযোজকরা টাকা ঢালতেন হিট সিঙ্গারের পেছনেই, এটাই স্বাভাবিক । তার মধ্যে যুবতীর লাশ, একদিন বৃদ্ধ হবো সহ বহু দামী কথার রোমান্টিক, বৈষয়িক কিংবা দেশের গান করেছি । এ্যালবামে এই গানগুলো দিলেই প্রডিউসার গাঁইগুই করে বলতো এসব গান না দিয়ে বিরহের গান দিতে, তাইলে ব্যবসাটা হবে। 

দেশের গানের ব্যাপারে আমার একটাই থিওরী। মরা গান হওয়া চলবেনা, আর হলে ম্যাসেজ থাকতে হবে। যেমন পঞ্চকবির এক কবির  ‘ ধনধান্যে পুষ্পে ভরা’ গানের এক লাইন  “ সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ” । কেনো আমার জন্মভূমি রানী হবে  ??? রাজা কেন হবে না !! সবাই মানুক, আমি মানি না । বাংলাদেশ রাজা, আমি তার বাহাদুর শাহজাদা । আমি জানি যারা শত বছর একই সাহিত্যের চর্চা অব্যহত রেখেছেন তারা রেগে যাবেন।  ছেলেরা এই গানে যখন সকল দেশের রানী বলে দেশকে  স্বীকার করে নেয় তখন গা–জ্বালা করে।

এতোদিন শ্রোতাপ্রিয় গান গেয়েছি, আরো হয়তো হবে অন্য প্রোডাকশন হাউস থেকে, তবে এখন আমার পছন্দেই আমার নিজের প্রতিষ্ঠান আর্বের কাজ হচ্ছে । যেখানে দেশের গান সহ বিভিন্ন বিষয়ে গান হবে,প্রেমের গানও হবে । যারা পুরনো গানগুলো ভালবাসেন, তারা সেগুলোই শুনুন আর গানগুলোকে বাঁচিয়ে রাখুন । আমি করছি আমার কাজ, মারা গেলে যেনো এমন কোনো ক্ষেত্র বাকী না থাকে, যে বিষয়ে আমার গান থাকবেনা। ভিউয়ের জন্য গান নয়,নিজের ভয়েস টাকে একটু কাজে লাগানোর জন্য এ পরিকল্পনা আমার এক ধরনের নতুন বৈজ্ঞানিক পাগলামী ……ভালবাসা অবিরাম ।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২১   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ