সোমবার, ১৫ মে ২০১৭

এফবিসিসিআই নির্বাচনে জয়ী হয়েছেন শমী কায়সার

Home Page » অর্থ ও বানিজ্য » এফবিসিসিআই নির্বাচনে জয়ী হয়েছেন শমী কায়সার
সোমবার, ১৫ মে ২০১৭



বিজয়ী শমী কায়সারবঙ্গ-নিউজঃ বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছেন মডেল-অভিনেত্রী শমী কায়সার। রবিবার এফবিসিসিআই এর নির্বাচনে ১ হাজার ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে ষষ্ঠ স্থান লাভ করেন তিনি

এবারের নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নিরষ্কুশ জয় লাভ করেছে। পরিচালকের ১৬ পদে জয়ী হয়েছে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ। এ ছাড়া ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে দুইজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে নির্বাচনে সর্বোচ্চ ১ হাজার ২০৬টি ভোট পেয়েছেন খন্দকার রুহুল আমিন। দ্বিতীয় স্থানে থাকা আবু মোতালেব পেয়েছেন ১ হাজার ১৯৫ ভোট। তৃতীয় স্থানে থাকা নাজিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ১৪৫ ভোট। ১ হাজার ১৪১ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন শফিকুল ইসলাম ভরসা। পঞ্চম স্থানে থাকা মুনতাকিম আশরাফ পেয়েছেন ১ হাজার ১০৫ ভোট। আর ১ হাজার ৭৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন শমী কায়সার।

১৯৮৯ সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর একটি নাটকের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন শমী কায়সার। এরপর ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘যত দূরে যাই’ শিরোনামের তিন পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। তারপর ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘স্পর্শ’, ‘একজন’, ‘অরণ্য’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘অন্তরে নিরন্তরে’, ‘স্বপ্ন, ঠিকানা’ সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন শমী।

বাংলাদেশ সময়: ২২:১৭:২৩   ৬৪৮ বার পঠিত