সোমবার, ১৫ মে ২০১৭

দার্জিলিংয়ে বেড়াতে যাবেন? কোথায় কোথায় অবশ্যই ঘুরবেন?

Home Page » বিনোদন » দার্জিলিংয়ে বেড়াতে যাবেন? কোথায় কোথায় অবশ্যই ঘুরবেন?
সোমবার, ১৫ মে ২০১৭



 বঙ্গ-নিউজ: বাঙালির সবথেকে প্রিয় পর্যটন কেন্দ্র দার্জিলিং। কিন্তু পাহাড়ে গিয়ে কী কী করবেন? কোথায় কোথায় অবশই যাবেন সেটা আগে থেকে জেনে রাখা জরুরি।Tips for Darjeeling tour

শৈলশহর।

শৈলশহর দার্জলিং। বার বার যেতে ইচ্ছা করে এমন এক জায়গা। কিছুতেই পুরনো হয় না। কারণ, এখানকার প্রাকৃতিক শোভা। তবে তার বাইরেও এমন অনেক কিছু আছে যা না দেখে এলেই নয়। রইল তালিকা—

১। পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম।

২। টাইগার হিল। সমুদ্র-পৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ৩০০ ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সূর্যোদয় মিস করা যায় না।

৩। জাপানি পিস প্যাগোডায় অবশ্যই একবার ঘুরে আসা উচিত।

৪। পৃথিবীর বিখ্যাত ঘুম মনেস্ট্রি। ১৫ ফুট উঁচু বৌদ্ধ মূর্তিও দেখার মতো।

৫। ছবির মতো সুন্দর স্মৃতিসৌধ বাতাসিয়া লুপ। এখানে দাঁড়িয়ে টয় ট্রেন দেখাও দারুণ অভিজ্ঞতা।

৬। দার্জিলিং চিড়িয়াখানা মিস করবেন না। আর কোথাও এমন রেড পান্ডা দেখতে পাবেন না।

৭। পাহাড়ে অভিযান শিক্ষাকেন্দ্র হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট। রয়েছে এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগের অনেক স্মৃতি।

বাংলাদেশ সময়: ২০:০৬:৩৯   ৫৪৬ বার পঠিত